এনআইডি কার্ড সংশোধনে নতুন নির্দেশনা

Instructions For NID Card Correction

ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র / ভোটার আইডি কার্ড (এনআইডি) সংশোধনে অযৌক্তিক দলিলাদি গ্রহণ করতে মানা করেছে। একই সঙ্গে এই নির্দেশনা হিয়েছে যে দীর্ঘদিন ধরে সংশোধনের আবেদন অনিষ্পন্ন রাখা থেকেও বিরত থাকতে। অনেক দিন ধরে আবেদন ধরে রাখার ব্যাপারে ইসি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশও দিয়েছে। এর জন্য ইসি ১২টি নির্দেশনা প্রদান করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে যে, জাতীয় পরিচয়পত্র / ভোটার আইডি কার্ড সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যই ছিল নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করা। সে লক্ষ্যে মাঠপর্যায়ে যারা নিযুক্ত রয়েছেন তারা যেনো ক, খ, ও গ ক্যাটাগরির সংশোধনের আবেদনসমূহ সংযুক্ত দলিলাদি যাচাই-বাছাই ও প্রয়োজনানুসারে তদন্ত করে দ্রুত আবেদন নিষ্পত্তি (অনুমোদন/বাতিল) করে নাগরিক সেবাকে আরও গতিশীল করে। নিচে ১২টি নির্দেশনা দেওয়া হলো যাতে আপনাদের সুবিধা হয়। নির্দেশনাগুলো হলো-

১. নাগরিকদের দুর্ভোগ লাঘবের জন্য জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দ্রুত যাচাই-বাছাই করে নিষ্পত্তি করতে হবে।

২. ইসির মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তার আওতাভুক্ত (ক, খ, গ) ক্যাটাগরির আবেদনসমূহ যাচাই-বাছাই করার পর নিজেই অনুমোদন / বাতিল করতে পারবেন।

৩. সংশোধনের ক্ষেত্রে দরকারি শিক্ষা সনদ, জন্ম সনদ বা অন্যান্য যৌক্তিক প্রয়োজনীয় দলিলাদি থাকা সত্ত্বেও অযৌক্তিকভাবে অতিরিক্ত দলিলাদি চেয়ে হয়রানি করতে মানা করছেন।

৪. দীর্ঘদিন ধরে সংশোধনের জন্য যে অনিষ্পন্ন আবেদনপত্র জমা আছে তার দ্রুত নিষ্পত্তি করতে হবে। প্রয়োজনে শুনানী, গ্রহণ ও দাখিল করা যৌক্তিক কাগজপত্র যাচাই-বাছাই করে ১৫ কার্য দিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তার আওতাধীন আবেদনসমূহ অনুমোদন/বাতিল করতে হবে।

৫. মাঠপর্যায়ে সব ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সপ্তাহে ২ (দুই) দিন শুনানী গ্রহণের ব্যবস্থা করতে হবে। শুনানী প্রদানের তারিখের পরবর্তী ১০ কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে।

৬. ক্যাটাগরি বিভাজনের পর হতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার এখতিয়ারভুক্ত সংশোধনের আবেদনগুলো ক্যাটাগরি ‘ক’ ৭ কার্য দিবস, ক্যাটাগরি ‘খ’ ১৫ কার্য দিবস ও ক্যাটাগরি ‘গ’ ৩০ কার্য দিবসের মধ্যে নিষ্পন্ন করবেন।

৭. আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তার আওতাধীন যে সব আবেদনসমূহ নিষ্পত্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থ হবেন, সে সব আবেদনসমূহের সংশ্লিষ্ট দলিলাদি, তদন্ত প্রতিবেদন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা সুস্পষ্ট মতামতসহ আবেদনসমূহ নিষ্পত্তির জন্য মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বরাবর প্রেরণ করবেন। এক্ষেত্রে বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে ‘গ’ ক্যাটাগরি থেকে ‘ঘ’ ক্যাটাগরিতে স্থানান্তরের সুপারিশ করতে পারবেন।

৮. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে তার কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে ইউজার অ্যাকাউন্টটি অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। সংশোধনের আবেদন নিষ্পন্নের বিষয়টি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের আওতায় থাকবে। সব প্রকার লগ এনআইডি কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষিত থাকে, এতে প্রত্যেক ইউজার তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতার আওতায় থাকবে।

৯. যে সব নাগরিক অনলাইনে আবেদন করতে অসমর্থ হবেন তাদের উপজেলা/থানা নির্বাচন অফিসে অনলাইনে আবেদনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। হেল্প ডেস্ক অনলাইন আবেদন সংক্রান্ত তথ্য সরবরাহ ও সংশোধন সংশ্লিষ্ট যৌক্তিক দলিলাদির বিষয়ে তথ্য সরবরাহ করবে।

10. এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে কেন্দ্রীয়ভাবে আবেদনের ক্যাটাগরি বিভাজন করার ক্ষেত্রে অঞ্চল ভিত্তিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সচেষ্ট থাকতে হবে।

DownloadVoter ID Card Download
correctionAmendment of National Identity Card
checkCheck National Identity Card
homepageNID BD

1 thought on “এনআইডি কার্ড সংশোধনে নতুন নির্দেশনা”

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top