Bangladesh NID Card Download
বাংলাদেশ এনআইডি পোর্টাল
যারা জাতীয় পরিচয়পত্র পেয়েছেন তারা সংশোধন / ডুপ্লিকেট কপির জন্য আবেদন করতে পারবেন, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্রের কপি পান নি, তারা অ্যাকাউন্ট রেজিস্টার করে ডাউনলোড অপশন থেকে জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করতে পারবেন।
আপনার যদি অনলাইন একাউন্ট থাকে তাহলে এখান থেকে লগইন করুন
আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে, তাহলে আপনি রেজিস্টার করতে পারেন
আপনার NID BD নম্বর ও মোবাইল নাম্বার দিয়ে NID Card Download করতে পারবেন।
সর্বশেষ ব্লগ
জাতীয় পরিচয় পত্র: সকল তথ্য ও বিভিন্ন প্রশ্নের উত্তর
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য services.nidw.gov.bd এই সাইটে ভিজিট করে NID নম্বর অথবা ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন। এরপর ঠিকানা সিলেক্ট করে মোবাইল ও ফেইস ভেরিফিকেশন….
এনআইডি কার্ড সংশোধন করার নিয়ম
ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য প্রথমে services.nidw.gov.bd ভিজিট করুন। এখানে NID নম্বর, জন্মতারিখ ও ঠিকানা দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করুন….
ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও জন্মতারিখ দিয়ে চেক করতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডের তথ্য। আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে বের করতে পারবেন এনআইডি কার্ডের ইনফরমেশন….
NIDBD
অনলাইনে নতুন ভোটারের জন্য আবেদন | NID Registration
ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র আমাদের জন্য অত্যাবশ্যকীয়। যে কোন সেবা পেতে যেমন, ব্যাংক একাউন্ট খোলা, চাকরীর আবেদন করা, পাসপোর্টের আবেদন করা বা সরকারি কোন সেবা পেতে অবশ্যই আমাদের এনআইডি প্রয়োজন হয়।
আপনার বয়স ১৬ হলেই আপনি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আপনার আবেদন অনুমোদন হলেই আপনি নতুন জাতীয় পরিচয় পত্র পাবেন। তবে ভোটার হওয়ার জন্য আপনার বয়স ১৮ পূর্ণ হতে হবে।
এখানে জানাবো নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম, কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে অনলাইনে NID Application Form পূরণ করবেন বিস্তারিত।
সাধারন জিজ্ঞাসা
এনআইডি কার্ড কিভাবে পাওয়া যাবে?
জাতীয় পরিচয় পত্র পাওয়ার জন্য আপনার বয়স কমপক্ষে ১৬ বছর হতে হবে। ১৬ বছর হওয়ার পর আপনি অনলাইনে বা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে নতুন ভোটার নিবন্ধনের আবেদন করতে হবে। আপনার সকল ব্যক্তিগত তথ্য যাচাই ও বায়োমেট্রিক তথ্য নেয়ার পর অনুমোদন হলে আপনি জাতীয় পরিচয় পত্র পাবেন।
জাতীয় পরিচয় পত্র আবেদন করতে কি কি লাগে?
জাতীয় পরিচয় পত্রের আবেদন করতে প্রয়োজন হয়, S.S.C. অথবা সমমানের সার্টিফিকেট, জন্ম সনদ, বাবা, মা, স্বামী/স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি, ইউটিলিটি বিলের কপি/বাড়ি ভাড়ার রসিদ/হোল্ডিং ট্যাক্স রসিদ, রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট ইত্যাদি।
NID এবং জাতীয় পরিচয়পত্র কি একই?
হ্যাঁ, NID এবং জাতীয় পরিচয় পত্র একই। NID এর পূর্ণরূপ হচ্ছে National Identity Card যার বাংলা অর্থ জাতীয় পরিচয় পত্র।
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে উঠানো হয়?
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করে অনলাইনে জাতীয় পরিচয়পত্র রিইস্যু করার আবেদন করে উঠানো যায়।
কিভাবে NID BD Download করব?
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য ভিজিট করুন services.nidw.gov.bd এই ওয়েবসাইট। এখানে রেজিস্টার করুন অপশন থেকে আপনার ভোটার নিবন্ধন স্লিপ নম্বর বা জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর দিয়ে ফেইস ভেরিফিকেশন করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র কিভাবে সংশোধন করব?
জাতীয় পরিচয় পত্র সংশোধন করার জন্য উপযুক্ত প্রমানপত্র আপলোড করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ভিজিট করুন – services.nidw.gov.bd ওয়েবসাইটে। এনআইডি নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে প্রোফাইলের এডিট বাটনে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য সংশোধন ও ফি পরিশোধ করে আবেদন সাবমিট করুন।
NIDBD Card Correction করতে কতদিন সময় লাগে?
সংশোধনের ধরণ ও ক্যাটাগরি অনুযায়ী জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে ৭ থেকে সর্বোচ্চ ৪৫ দিন লাগে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে যে কোন সংশোধন আবেদন অনুমোদন বা বাতিল করা হয়।
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে?
জাতীয় পরিচয় পত্রের নাম সংশোধনের জন্য প্রয়োজন শিক্ষা সনদ, জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট। এগুলোর না থাকলে সরকারী চাকুরির সার্ভিস বইয়ের কপি, বিয়ের কাবিন ইত্যাদিও গ্রহণ করা যেতে পারে।
Topics
Toggleবাংলাদেশ নির্বাচন কমিশন
Support
- ই-মেইলঃ [email protected]
- ফেসবুক গ্রুপ
- হোয়াটসঅ্যাপ গ্রুপ
- হেল্পলাইনঃ ১০৫, +৮৮ ০১৭০৮-৫০১২৬১
- যোগাযোগের সময়ঃ রবিবার-বৃহস্পতিবার, সকাল ৯:০০টা - বিকাল ৫:০০টা পর্যন্ত।