এটি কোন সরকারি ওয়েবসাইট নয়

স্মার্ট কার্ড ও ভোটার আইডি কার্ড চেক করুন মাত্র ১ মিনিটে

স্মার্ট কার্ড চেক করার মাধ্যম নিয়ে এই পোস্টে বিস্তারিত পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে। যারা ভোটার নিবন্ধন করেও ভোটার আইডি কার্ড পাননি এবং যারা ভোটার হয়েও স্মার্ট কার্ড পাননি, তাদের জন্যই এই পোস্ট।

অনেকেই স্মার্ট কার্ড পেয়েছেন, আবার অনেকেই পাননি। যাদের এনআইডি কার্ড হয়েছে কিন্তু এখনো স্মার্ট কার্ড পাননি, তারা এই পোস্টটি সম্পূর্ণ পড়লে এসএমএস এর মাধ্যমে Smart Card Status Check করতে পারবেন এবং কবে নাগাদ স্মার্ট আইডি কার্ড পাবেন তা জানতে পারবেন।

এছাড়াও, যারা ভোটার নিবন্ধন করেছেন কিন্তু এখনো ভোটার আইডি কার্ড হাতে পাননি বা ভোটার আইডি কার্ডের নাম্বার জানেন না, তারা এই পোস্ট অনুসরণ করে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন সহজেই। ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম এবং স্মার্ট কার্ড চেক করার নিয়ম উভয়ই এখানে দেখানো হয়েছে। নিচের বাটনে ক্লিক করে সোজা উক্ত সেকশনে যেতে পারবেন।

নতুন এনআইডি কার্ড চেক করার নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন —

  • প্রথমে ভিজিট করুন services.nidw.gov.bd ওয়েবসাইট।
  • এরপর, ফরম নম্বর এবং জন্ম তারিখ লিখুন। NIDFN লিখুন এবং স্পেস ছাড়া ফরম নাম্বার লিখুন উদা: NIDFN123456789
  • ক্যাপচা কোড পূরণ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
  • স্থায়ী ও বর্তমান ঠিকানা নির্বাচন করে মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন করুন।
  • এখন, NID Wallet অ্যাপ দিয়ে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন ও একাউন্টের পাসওয়ার্ড সেট করুন।
  • এরপর, আপনার NID Card Check 2024 করতে পারবেন এবং চাইলে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

SMS এর মাধ্যমে Smart NID Status Check

Smart NID Card Status Check করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশন থেকে SC NID NID-Number লিখে 105 নাম্বারে ম্যাসেজটি সেন্ড করুন। ফিরতি ম্যাসেজে আপনার স্মার্ট এনআইডি কার্ডের স্ট্যাটাস জানতে পারবেন।

এখানে, SC NID লেখার পর আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখতে হবে। উদাহরণ – SC NID 1234 657 345 । অর্থাৎ, এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশন থেকে SC NID 1234 657 345 এভাবে ম্যাসেজ লিখে 105 নাম্বারে সেন্ড করতে হবে। এরপর, ফিরতি ম্যাসেজে স্মার্ট এনআইডি কার্ডের স্ট্যাটাস জানানো হবে।

এসএমএস এর মাধ্যমে ফরম নাম্বার দিয়ে স্মার্ট কার্ডের স্ট্যাটাস জানার জন্য SC F 1234567 D 02-01-2002 এভাবে আপনার ফরম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে একটি ম্যাসেজ লিখে 105 নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে, ফিরতি ম্যাসেজে আপনার এনআইডি কার্ড হয়েছে কিনা জানিয়ে দেয়া হবে।

NID Number Check SMS Format

NIDFORM NODD-MM-YYYY এই ফরম্যাটে ম্যাসেজ লিখে ম্যাসেজটি 105 নাম্বারে সেন্ড করে দিন। ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার পাঠিয়ে দেয়া হবে।

  • মোবাইলের ম্যাসেজ অপশন ওপেন করুন
  • NID স্পেস Form Number স্পেস dd-mm-yyy ফরম্যাটে জন্ম তারিখ লিখুন
  • ফরম্যাট – NID123456789 19-05-2001
  • ম্যাসেজটি 105 নাম্বারে সেন্ড করুন। ফিরতি ম্যাসেজে আইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হবে।

ফরম নাম্বার দিয়ে এসএমএস এর মাধ্যমে Smart Card Status Check

ফরম নাম্বার দিয়ে এসএমএস এর মাধ্যমে Smart NID Card Status চেক করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশন থেকে SC F 12345678 D 01-02-2003 এভাবে ফরম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে একটি ম্যাসেজ লিখে 105 নাম্বারে সেন্ড করতে হবে। এরপর, ফিরতি ম্যাসেজে আপনার স্মার্ট জাতীয় পরিচয় পত্রের স্ট্যাটাস জানতে পারবেন।

SC F লেখার পর একটি স্পেস দিয়ে ভোটার স্লিপ নাম্বার এবং D লেখার পর একটি স্পেস দিয়ে DD-MM-YYYY ফরম্যাটে জন্ম তারিখ লিখতে হবে।

সাবমিট
বাতিল

স্মার্ট কার্ড এর তথ্য জানতে চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিন

বাংলাদেশ এনআইডি পোর্টাল

যারা জাতীয় পরিচয়পত্র পেয়েছেন তারা সংশোধন / ডুপ্লিকেট কপির জন্য আবেদন করতে পারবেন, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্রের কপি পান নি, তারা অ্যাকাউন্ট রেজিস্টার করে ডাউনলোড অপশন থেকে জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করতে পারবেন।